সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের ফরাসি দূতাবাসে আশ্রয় নেওয়ার গুঞ্জন
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাত ফরাসি দূতাবাসে আশ্রয় নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফরাসি দূতাবাসে গিয়ে আশ্রয় নেন বিতর্কিত এই প্রতিমন্ত্রী। এখন তিনি দেশ ত্যাগের পরিকল্পনা করছেন বলে সূত্রটি জানায়।
বিভিন্ন সময় নানা ধরনের মন্তব্য করার কারণে আরাফাত আলোচিত ছিলেন। ছাত্রদের আন্দোলনে নৃশংসতা চালিয়েও মিথ্যাচার করার কারণে ছাত্র-জনতা তার ওপর ক্ষুব্ধ। তাকে বিচারের আওতায় আনার জোর দাবি উঠেছে।