বিএনপি অফিস ভাঙচুর, পল্টন থানায় মামলা
২০২২ সালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, ২০২২ সালের ৮ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানহর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে অভিযান চালানো হয়। সে সময় অফিসের নিচতলা থেকে চারতলা পর্যন্ত ব্যাপক ভাংচুর চালানো হয় এবং ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়। অভিযানে অফিস প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
মামলায় হারুনসহ সে সময়কার দায়িত্বশীল বেশকিছু পুলিশ সদস্যকে আসামি করা হয় বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে।