শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

ফাইল ছবি

প্রায় ৯ বছর আগে উত্তরার এক আইনজীবীকে অপহরণের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।

অভিযোগ আমলে নিয়ে আদালত উত্তরা পশ্চিম থানাকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- সদরঘাট থেকে গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়া র‌্যাবের কিছু সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন এস এম আমির হামজা নামে এক ব্যক্তি।