চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আবদুল্লাহর (৩৫) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জোহরপুর ট্যাক সীমান্তের ২৩/৭ এস নম্বর সীমান্ত পিলার এলাকায় বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।

পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি। এসময় ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামানসহ বিজিবির কর্মকর্তা, শিবগঞ্জ থানা পুলিশ ও ভারতের বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহসহ আরও কয়েকজন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল্লাহ। তবে অন্যরা অক্ষত অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে।