আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ তদন্ত দল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তাদের কর্মপরিধি ঠিক করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে একটি কারিগরি দল।

বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের এ তথ্য জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনের অর্থায়নও করবে জাতিসংঘ।

পরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি। তিনি জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে। তবে তা কঠিন নয়।

আর জাপানের রাষ্ট্রদূত বলেন, কে ক্ষমতায় থাকলেন তা বড় বিষয় নয়, জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসাবেই থাকবে।