১৮ আগস্ট খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রহিম আকতারের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে স্কুল, কলেজ ও মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বুধবার থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।