ক্ষমা চেয়ে সেই তরুণী বললেন ‘আবেগে মাথা গরম হয়ে গেছিল’

ক্ষমা চেয়ে সেই তরুণী বললেন ‘আবেগে মাথা গরম হয়ে গেছিল’

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন র‍্যাংকের এক কর্মকর্তার সঙ্গে এক তরুণীর বাকবিতণ্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে ধৈর্যের পরিচয় দেওয়া সেনা কর্মকর্তার প্রশংসা করেন নেটিজেনরা। এছাড়া ফারজানা সিথি নামে ঐ তরুণী পড়েন ব্যাপক সমালোচনার মুখে। এ কারণে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ফারজানা সিথি।

রোববার ফেসবুকে এক ভিডিওবার্তায় ফারজানা সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

ভাইরাল এ তরুণী আরো বলেন, সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল, তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলছিলাম বুঝতে পারিনি।

এদিকে, ক্যাপ্টেন আশিক নামে সেই সেনা কর্মকর্তা পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, নির্ভরতা আরো বেড়েছে। এ কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার প্রশংসা করেছেন এবং তাকে সেনাগৌরব পদতে ভূষিত করেছেন।