১৭ বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল

১৭ বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে দীর্ঘ ১৭ বছর পর নিজের ব্যাংক হিসাব ফেরত পেলেন তিনি। 

সোমবার এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে খালেদা জিয়া ও শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে শেখ হাসিনার হিসাব খুলে দেয়া হলেও খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব জব্দ অবস্থায়ই রাখা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম ব্যাংক হিসাব খুলে দিতে এনবিআরে আবেদন করেন।