শিগগিরই হচ্ছে গুম কমিশন, কনভেনশনে স্বাক্ষর এ মাসেই

শিগগিরই হচ্ছে গুম কমিশন, কনভেনশনে স্বাক্ষর এ মাসেই

দেশের গুমের ঘটনা নিয়ে একটি কমিশন করা হবে। সেই সঙ্গে চলতি মাসেই গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করবে বাংলাদেশ।

বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিটি গুমের ঘটনারই তদন্ত হবে। গুমের বিষয়ে একটা কমিশন করার ভাবনা রয়েছে। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ।

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা জটিল প্রক্রিয়া উল্লেখ করে প্রেস সচিব বলেন, পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। যদিও এটা সময়সাপেক্ষ বিষয়, তবু এ ইচ্ছাটা সরকারের আছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচনী সংস্কারের ক্ষেত্রে ব্রিটেনের কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, বন্যা পরিস্থিতিতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। দুর্গত এলাকায় খাবার-মেডিসিন সরবরাহ হচ্ছে।