দাবি আদায়ে চতুর্থ দিনের মতো রাস্তায় আনসাররা

আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মত রাস্তায় নেমেছেন।

রবিবার সকাল ৮টার দিকে কয়েক হাজার আনসার সদস্য জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। প্রেস ক্লাবের সামনে তাদের সমাবেশের কারণে তোপখানা রোড থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

আনসার সদস্যরা তাদের পোশাক পরেই এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের হাতে জাতীয় পতাকাও আছে।

বেলা ১২টার পর বিক্ষোভকারী আনসাররা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোর সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

চাকরি জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ জানান আনসার সদস্যরা। এরপর প্রতিদিনই বিভিন্ন স্থানে রস্তায় নামছেন আন্দোলনরত আনসার সদস্যরা। রবিবার বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত আনসার সদস্যরা কাজ বন্ধ রেখে এসেছেন কর্মসূচিতে যোগ দিতে।