আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ছাত্রলীগের সাবেক নেতা এম এ মোমিন পাটোয়ারী মারা গেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ খবর জানানো হয়েছে।

পোস্টে লেখা হয়, আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করা মোমিন ভোর ৪টায় মারা গিয়েছেন।

ওই পোস্টে অভিযোগ করা হয়, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে 'বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের' হাতে গুরুতর আহত হন মোমিন।