আরব আমিরাতে দণ্ডিত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্টে দণ্ডিত ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রেসিডেন্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি দণ্ডাদেশ বাস্তবায়ন স্থগিত এবং নির্বাসন প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন।
গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাকে দেশের আইনকে সম্মান করার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেন যে, মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র ও এর আইনি কাঠামো দিয়ে সুরক্ষিত।
তিনি বলেন, রাষ্ট্র আইনি উপায়ে মতামত প্রকাশের সুযোগ দিয়ে থাকে এবং এটাও নিশ্চিত করে যে এই অধিকারটি দেশ ও জনগণের স্বার্থের ক্ষতি করতে পারে এমন কোনো কাজে পরিণত না হয়।