লুটের অস্ত্র দিয়ে গোলাগুলি, রিকশাচালক নিহত

লুটের অস্ত্র দিয়ে গোলাগুলি, রিকশাচালক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে কয়েকদিন ধরে মাদক কারবারিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে দেশীয় অস্ত্র-শস্ত্রের পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট করা আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যাপক গোলাগুলি চলছে। এতে এখন পর্যন্ত প্রায় দশ জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে আজ ভোর সাড়ে পাঁচটায় গুলিবিদ্ধ হয়ে সনু (৩০) নামে এক রিকশাচালক মারা যায়। 

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে- বেল্লাল (৩৫), শাহ আলম (২৬), শুভ (১৮), জানে আলম (৪৫), সনু (২৩) ও শাওন (২৬)।

সূত্র জানিয়েছে, আহত সকলেই জেনেভা ক্যাম্পের মাদক কারবারি। 

প্রতক্ষ্যদর্শীর জানান, শেখ হাসিনা পালানোর পরের দিন গত ৬ আগস্ট থেকে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রতিদিনই কেউ না কেউ  গুলিবিদ্ধ হচ্ছে। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছে। জেনেভা ক্যাম্পের মাদক কারবারিরা থানা থেকে লুট করা অস্ত্র এবং মাদক কারবারিদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এই গোলাগুলি করছে।

জেনেভা ক্যাম্পে সেনা অভিযান চালিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, তাহলে ক্যাম্পে মাদকের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যাবে।