অতীতে অনেক সাংবাদিক দলীয় দালালে পরিণত হয়েছে: ডিআরইউ

পেশাদার সাংবাদিকদের অন্যতম বড় সংগঠন ঢাকা রিপোটার্স ইউনিটি আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, অতীতে সাংবাদিকতার নৈতিকতাকে উপেক্ষা করে অনেক সাংবাদিক দলীয় দালালে পরিণত হয়ে সাংবাদিকতার মতো মহান পেশার যে অপরিসীম ক্ষতি করেছে, তা অস্বীকার করার উপায় নেই।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ তথ্য দেন। দালালদের বিষয়ে এমন সরল স্বীকারোক্তি দিলেও এই দুই সাংবাদিক নেতা সুনির্দিষ্টভাবে দালালদের নামের তালিকা প্রকাশ করেননি।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, কোন সাংবাদিকের বিরুদ্ধে দুর্নীতি বা অবৈধভাবে লাভবান হওয়ার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে তা যেমন তদন্ত হওয়া প্রয়োজন, তেমনি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের বন্ধ করতে হবে। একই সাথে সম্প্রতি দায়ের করা হত্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান ডিআরইউ নেতৃবৃন্দ।