বিক্ষোভের মুখে নবনিযুক্ত ৮ ডিসির নিয়োগ বাতিল

কর্মকর্তাদের বিক্ষোভের মুখে নবনিযুক্ত ডিসিদের মধ্যে আটজনের নিয়োগ বাতিল ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান সচিব মো. মোখলেস উর রহমান।

নিয়োগ বাতিল হওয়ায় কর্মকর্তারা আগে যে যেখানে কর্মরত ছিলেন, সে সেখানেই কাজ করবেন বলে জানানো হয়েছে।

গত দুই দিনে দেশের অন্তত ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মঙ্গলবার সারা দিন নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে নিয়োগের দু’টি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে আসছিলেন ক্ষুব্ধ কর্মকর্তারা।

বুধবার তাদের সঙ্গে বৈঠক শেষে নতুন এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন সচিব।