আসুন একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ি, ব্যবসায়ীদের ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।’

আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, দেশ আমাদের সুযোগ দিয়েছে বলেই আমরা যা করতে পারি তা করব। আসুন আমরা একসঙ্গে কাজ করি।

এসময় নতুন বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা কামনা করে উৎপাদনশীলতা, সক্ষমতা ও বিশ্ববাজারে কার্যকরভাবে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ব্যবসায়ীদের উদ্যোক্তা মনোভাবের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। এটি একটি নিচ্ছিদ্র দল। এটি একটি খুব সুসংহত পরিবার। আসুন আমরা একসঙ্গে কাজ করি। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি।’

ব্যবসায়ীদের বিশ্বমানের উদ্যোক্তা হিসেবে বর্ণনা করে নোবেলজয়ী ইউনূস বলেন, ‘আমরা একসঙ্গে এটি করতে পারি। আপনারা প্রমাণ করেছেন যে আপনারা পারেন।’