সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ডিএমপির কাছে হস্তান্তর

বাঁ থেকে শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ চারজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করেছে ধোবাউড়া থানা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী।

বাকি দুইজন হলেন- একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিম।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, সোমবার দুপুর ৩টার দিকে আটক চারজনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা ঢাকার উদ্দেশে চলে গেছেন।

এর আগে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন জানিয়েছিলেন, জনতা তিন সাংবাদিকসহ চারজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের নিরাপত্তা হেফাজতে রেখেছে। বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে। যে সব থানায় তাদের বিরুদ্ধে মামলা আছে, সে সব থানা তথ্য জানিয়ে তাদের নিতে পারবে। তাদের বিরুদ্ধে ময়মনসিংহে কোনো মামলা নেই।