এবার শাহরিয়ার কবির গ্রেপ্তার

শাহরিয়ার কবির।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, লেখক শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন।

শাহরিয়ার কবির ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এর আগে একই দিন রাতে সাবেক রেলমন্ত্রী নূরল ইসলাম সুজনকে শ্যামলীর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। শাহরিয়ার কবির ও নূরল ইসলাম সুজন, দুজনকেই গ্রেপ্তারের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর তিন দিন পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়।

এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩১ জন গ্রেপ্তার হলেন।