আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সকালে মতিঝিলগামী একটি মেট্রোরেল আগারগাঁও স্টেশনে আটকে গেছে। আপাতত মেট্রোরেল আগারগাঁও স্টেশন পর্যন্ত চলাচল করছে। মতিঝিল পর্যন্ত যাচ্ছে না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বার্তায় জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।