জাবিতে ছাত্রলীগ নেতাকে হত্যা, এক সমন্বয়ককে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় মারধরের শিকার সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে জাবি শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অব্যাহতি পাওয়া আহসান লাবিব জাবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

এর আগে, বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকে মারধরের শিকার হন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা। পরে তাকে পুরাতন রেজিস্ট্রার ভবনে নেওয়া হলে সেখানেও মারধর করা হয়। 

আশুলিয়া থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয় তাকে। সেখান থেকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।