পুলিশের অনাবাসিক ভবন ও স্থাপনা মেরামতের জন্য অর্থ ছাড় শিথিল করা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ক্ষতিগ্রস্ত বাংলাদেশ পুলিশের অনাবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা মেরামত করার জন্য চলতি বছর বাজেটের অর্থ ব্যয়ের নির্দেশনা শিথিল করা হয়েছে।

গত সপ্তাহে বাজেট অনুবিভাগের অর্থ মন্ত্রণালয়ের আওতায়  চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে অর্থ ছাড়ের বিষয়টি শিথিল করা হয়েছে।  সরকারের ক্রচ্ছতা সাধন কার্যক্রমের আওতায় বাজেটে এই খাতের ব্যয় বন্ধ ছিল। এখন সেই অর্থ ছাড় করা হবে। তবে শর্ত থাকে যে ক্ষতিগ্রস্ত অনাবাসিক ভবনের তালিকাসহ বিভাজনের অর্থ বিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বলা হয়েছে ঢাকার অনাবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা মেরামতের এখন সরকার হাত দেয়নি। ডিএমপিকে সহায়তা করার জন্য বেসরকারি কোম্পানিগুলো এখন এগিয়ে আছে। এখন কোন কোন পুলিশের গুরুত্বপূর্ণ বক্স বেসরকারি কোম্পানি গুলো মেরামত করে দিচ্ছে।

এদিকে সম্প্রতি দেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেষে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে সহিংসতায় ১ হাজার ৪২৩ জন নিহত হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম।

তারেকুল ইসলাম বলেন, আমরা ১ হাজার ৪২৩ জন শহীদের একটি প্রাথমিক তালিকা আমরা তৈরি করতে পেরেছি। তবে এর মধ্যে সংযোজন-বিয়োজন হবে; এর মধ্যে পুলিশ বা ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগ বা আন্দোলনে নিহত না হওয়া কেউ থাকবেন না। ভেরিফিকেশেন এবং ভেলিডেশনের কাজটি চলমান রেখেছি।

তারেকুল ইসলাম বলেন, আন্দোলন ঘিরে ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৮৭ জনের অঙ্গহানি হয়েছে। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। ৯২ জনের দুই চোখেই গুলি লেগেছে, দুই চোখই নষ্ট হয়ে গেছে।