ইনস্টিটিউটের নামে ‘বঙ্গবন্ধু’ চান না জাবি শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম সংস্করণ করতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে এই স্মারকলিপি জমা দেয়া হয়।
স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ইনস্টিটিউটের নাম সংস্কার করে শুধুমাত্র তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ও ইংরেজিতে ‘ইনস্টিটিউট অব কমপারেটিভ লিটারেচার অ্যান্ড কালচার’ করতে হবে, অনতিবিলম্বে ইনস্টিটিউটকে বিসিএস বিষয় কোডে অন্তর্ভুক্ত করতে হবে ও ইনস্টিটিউটের ক্লাসরুম সংকট দূর করতে হবে।
এসময় ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সোহান শরীফ বলেন, ‘আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ আছে, কিন্তু কোনো ব্যক্তির নামে নেই। শুধু আমাদের বিভাগের নাম ব্যক্তির নাম দিয়ে। আমরা এটির সংস্থার চাই।’
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং শিক্ষক ফোরামের সাথে আলোচনা করে দ্রুত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।