আজ থেকে ‘নীরব এলাকা’ শাহজালাল বিমানবন্দর
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের তিন কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার আজ থেকে এটি কার্যকর হয়েছে।
বলা হয়েছে, আজ থেকে শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের তিন কিলোমিটার এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। এর ব্যত্যয় হলে জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে।
মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় ঘোষিত ‘নীরব এলাকা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।