মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ ১৩ জেলায় ভারী বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ ১৩ জেলায় ভারী বৃষ্টি

রাজধানীসহ ১৩ জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে ঢাকায় ভারী বৃষ্টি শুরু হয়। এখনো বৃষ্টি অব্যাহত আছে। ভারী বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়কে পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টিপাত শুধু ঢাকায় নয়, অন্য আরও অন্তত ১২ জেলায়ও অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদফতরের টেলিগ্রাম চ্যানেলে এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও এর আশপাশের এলাকাসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বয়ে যাচ্ছে।

এদিকে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েয়ছে। আপামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়ায় কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।