উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
যাত্রী ও তাদের মালামালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চর মন্তাজ, রাঙ্গাবালী ও মনপুরা রুটে চলাচলকারী সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএ'র জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।