ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক
ঝিনাইদহ থেকে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও এক নারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধভাবে ভারতে পালানোর সময় রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
এদিন রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে। নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার (৭ অক্টোবর) সকালে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।