সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্ত

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মুক্তি পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি জামিনে মুক্তি পান।

সাবের হোসেন চৌধুরীর আইনজীবী ফারজানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ পৃথক ছয়টি মামলায় জামিন পান তিনি। সাবের হোসেন চৌধুরী গত রোববার ঢাকার গুলশান থেকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, ‘পল্টন ও খিলগাঁও থানার পৃথক ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীকে আজ বিকেলে জামিন দেন আদালত। পরে সন্ধ্যার সময় আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পান।’