ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক
মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস ও কমেন্ট করার অভিযোগে পিরোজপুরের নাজিরপুরের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে পিরোজপুর জেলা পুলিশ এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে তাদের আটকের তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত হাসান বলেন, মহানবী (স.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট ও কমেন্ট করার অভিযোগে তথ্য প্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে নারায়ণগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। ওই ধরনের স্ট্যাটাস ও কমেন্টের ফলে এলাকায় এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।
আটকরা ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, আটকরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।
নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, নৈলতলা গ্রামে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির খবর পেয়ে শুক্রবার বিকেলে সেখানে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছিল।