মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামতে ব্যয় ১ কোটি ২৫ লাখ টাকা
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামতে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামত করতে মোট প্রায় ১৮ কোটি ৮৬ লাখ টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন চালু উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। ৮৮ দিন পর আজ মঙ্গলবার থেকে পুনরায় মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনটি চালু করা হয়। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের ভাংচুরের কারণে স্টেশনটি বন্ধ ছিল।
এসময় উপদেষ্টা আরও বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ অন্য দুটি স্টেশনের অব্যবহৃত কিছু যন্ত্রপাতি মিরপুর-১০ স্টেশনে প্রতিস্থাপন করেছে। আর অন্য দুটি স্টেশন থেকে আনা সরঞ্জাম ফেরত দেয়া হবে- উল্লেখ করে উপদেষ্টা বলেন, মেট্রো কর্তৃপক্ষ মিরপুর-১০ স্টেশন মেরামতের জন্য কিছু খুচরা যন্ত্রাংশও ব্যবহার করেছে।
‘মিরপুর-১০ স্টেশন মেরামতের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ সরকারের কাছে কোনো টাকা চাইবে না। মেট্রোরেল প্রকল্প থেকে মেরামতের খরচ মেটানো হয়েছে’ বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) জাপানি প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেল নির্মাণ করেছে, যাত্রীদের সতর্কতার সঙ্গে মেট্রোরেল ব্যবহার করার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, ডিএমটিসিএলের নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ, সড়ক পরিবহন ও সেতু বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, জুলাই ছাত্র-জনতা বিদ্রোহের সময় ভাংচুর করা কাজীপাড়া স্টেশনটি মেরামত ও সরঞ্জাম প্রতিস্থাপনের পর ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয়।