বজলুর রশীদ ফিরোজের সাক্ষাৎকার প্রকাশের প্রতিবাদ

প্রতীকী ছবি। সংগৃহীত

দেশের একটি জাতীয় দৈনিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সাক্ষাৎকার প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, বজলুর রশীদ ফিরোজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নতুন নয়। রাজনৈতিক ও সাংবাদিক মহলও এ বিষয়ে ওয়াকিবহাল। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে গত বছর বিক্ষোভ, বিবৃতি প্রকাশ ও সামাজিক মাধ্যমে লেখালেখি হয়েছে। অনেক ভুক্তভোগী এখনো তার নামে আতঙ্কগ্রস্ত হন। অনেকের মনের গ্লানি আরো বেড়ে যায় যখন জাতীয় দৈনিক তার বিরুদ্ধে আনার অভিযোগ অনুসন্ধান না করে তাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে জনসম্মুখে হাজির করা হয়।

এতে বলা হয়, সচেতন মহল বাসদ থেকে বজলুর রশীদ ফিরোজের অব্যাহতি চেয়ে, ওই দলের অভ্যন্তরে নারী কর্মীদের ওপর পরিচালিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের দাবি করা হয়। যদিও দলটি এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু, এ দলটির নিপীড়কদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার কৌশল অবলম্বন করা হচ্ছে। যাতে সহযোগীর ভূমিকা পালন করছে কিছু সংবাদমাধ্যম।

বিবৃতিদাতারা বলেন, আমরা উক্ত জাতীয় দৈনিকটির এহেন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, জাতীয় দৈনিকের কাজ নিপীড়কের চেহারা উন্মোচন করা, তাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলা নয়। তারা ওই দৈনিকে প্রকাশিত বজলুর রশীদ ফিরোজের সাক্ষাৎকার অনলাইন থেকে প্রত্যাহারের দাবি জানান। 

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন-

১. রেহনুমা আহমেদ, লেখক ও নৃবিজ্ঞানী 
২. মির্জা তাসলিমা সুলতানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
৩. সামিনা লুৎফা নিত্রা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় 
৪. ফারজানা ওয়াহিদ সায়ান, সংগীত শিল্পী 
৫. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক
৬. রেজাউর রহমান লেনিন, গবেষক ও অধিকার কর্মী, ঢাকা 
৭. মুহাম্মদ কাইউম, চলচ্চিত্র নির্মাতা
৮. দিলশানা পারুল, অ্যাক্টিভিস্ট
৯. ফেরদৌস আরা রুমী, কবি ও অধিকার কর্মী
১০. কৌশিক আহমেদ, গবেষক ও অ্যাক্টিভিস্ট
১১. সালাহ উদ্দিন শুভ্র, কথাসাহিত্যিক
১২. দেবাশীষ চক্রবর্তী, চিত্রশিল্পী
১৩. শোভন রহমান, শিক্ষক
১৪. নিঝুম নাহার, ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী
১৫. সুমাইয়া সুমা, ইডেন কলেজের শিক্ষার্থী 
১৬. রাফসান আহমেদ, চলচ্চিত্র কর্মী
১৭. সাকি ফারজানা, স্বাস্থ্য ও সমাজ সেবা কর্মী
১৮. সোনিয়া আফরো যুথী, ব্যাংকার
১৯. দিলশাদ সিদ্দিকা, গবেষক