টাকা খেয়ে আওয়ামী লীগকে সুবিধা, বিএনপি নেতা বললেন ভুয়া খবর
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনঠাসা অবস্থা হলেও ময়মনসিংহের ভালুকার পরিস্থিতি ভিন্ন। সেখানকার নেতাকর্মীরা চলাফেরা করছেন বুক ফুলিয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের হামলার অভিযোগ রয়েছে এমন আসামিরাও প্রকাশ্যে ঘুরছেন। আর এসব কিছু হচ্ছে সেখানকার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোরশেদ আলমের আশকারায়।
জানা গেছে, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোরশেদ আলম অনেক আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোষণ করে এলাকায় চলতেন। এমনকি ময়মনসিংহ-১১ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ কাজিম উদ্দিন আহমেদের সঙ্গে তার ছিল পারিবারিক সম্পর্ক। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে কাজিম উদ্দিনকে হারিয়ে এমপি নির্বাচত হন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) এমএ ওয়াহেদ।
ওয়াহেদ এমপি হওয়ার পরও বিএনপি নেতা তার দিকে ভেড়েন। সরকারি দলের সঙ্গে সখ্য বজায় রেখে চলেছেন ৫ আগস্টের আগ পর্যন্ত।
এর আগে, রাজধানীর উত্তরায় ভালুকা সমিতির এক পিকনিকে অংশ নিয়ে সাবেক এমপি কাজিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করে বিএনপি নেতা মোরশেদ আলম বলেন, তার এলাকা আওয়ামী লীগ চালায় না বিএনপি চালায় সেটি বোঝা যায় না। আওয়ামী লীগের অনেকের সঙ্গে সুসম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ জুলাই আন্দোলনে ভালুকায় সাধারণ শিক্ষার্থীদের পাশে বিএনপি নেতাদের দাঁড়াতে এই আহ্বায়কের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। এমনকি তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে ওই আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেন।
৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও ভালুকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাভাবিক অবস্থায় রয়েছে। বিএনপি আহ্বায়ক মো. মোরশেদ আলমকে ম্যানেজ করে তারা নির্বিঘ্নে এলাকায় দলীয় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি তারা শেখ হাসিনার জন্মদিনও পালন করে ঘটা করে।
তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপির ভালুকা উপজেলা আহ্বায়ক মো. মোরশেদ আলম দ্য মিরর এশিয়াকে বলেন, আওয়ামী লীগের সঙ্গে অতীতেও সম্পর্ক ছিল না এখনও নাই।
একটি ভিডিওতে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যকে তোষণ করে বক্তব্য দেওয়ার বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, এটি অনেক আগের ঘটনা।
আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে টাকা খেয়ে এলাকায় তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছেন, আপনার দলের নেতাকর্মীদের এমন অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একদম ভুয়া খবর। কেউ হয়তো এটা ছড়াচ্ছে।