দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটি তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার সই পাওয়ার পর দুই-এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘সরকার নির্বাচনমুখী। নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত সইয়ের জন্য পাঠানো হয়েছে। আজকালের মধ্যে সই হয়ে গেলেই প্রজ্ঞাপন জারি করা হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠন হলে আগে ভোটার হালনাগাদ নাগাদ করা হবে। কারণ আপনারা জানেন আগের সরকার অনেক ভুয়া ভোটার বানিয়েছে। এজন্য হালনাগাদ করা জরুরি।’
আসিফ নজরুল বলেন, গণহত্যা চালানোর পরও যে দলের অনুশোচনা নেই, বিচারের আগে আওয়ামী লীগ ও ১৪ দলের জোট নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা জনগণই বিবেচনা করবে। এছাড়া বিচারের আগে বলে যাবে না নির্বাচন করতে পারবে কি পারবে না।
বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা যায় সেটা বলেছি। জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।