সায়েন্স ল্যাব অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটিকে সুপারিশ দিতে ৬ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।

এই কমিটি বাতিল করে অবিলম্বে কমিশন গঠনের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মিরপুর রোডসহ আশেপাশের সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন। কেউ আবার গাড়ি ঘুরিয়ে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করায় যানজট প্রকট আকার ধারণ করেছে।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়।

কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এর আগে গত ২১ ও ২৩ অক্টোবরও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।