গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
টিউশন ফি মওকুফের জন্য আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থাপত্রসহ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন করতে হবে। এরপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেই আবেদন যাচাই করে আবেদনকারীর টিউশন ফি মওকুফের ব্যবস্থা নেবে।