৯০ দিনের মধ্যে নির্বাচন দাবি নতুন রাজনৈতিক মঞ্চের

অন্তর্বর্তী সরকারকে ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চ।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চ নামক একটি সংগঠনের নাগরিক সভা ও সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চের সদস্য মাসুদ রানা ‘কেমন রাষ্ট্র চায় বাংলাদেশ’ শীর্ষক একটি রুপরেখা পাঠ করেন। সেখানে ১০টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

মাসুদ রানা বলেন, বিএনপি এবং আওয়ামী লীগের জমিদারি প্রথা বন্ধ করে দেশের জনগণের কাছে অধিকার ফিরিয়ে দিতে হবে, এর বাইরে দেশের প্রকৃত কোন উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, সংসদ সদস্যরা শুধু গোপালগঞ্জ অথবা শুধু ফেনী থেকেই আসবেন, এটা কোনভাবেই হতে পারে না।

তিনি আরও বলেন, হাসিনা সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ রকমের খারাপ করে ২০ বিলিয়ন ডলার পাচার করেছে।এ টাকা ফিরত আনতে অবশ্যই রাজনৈতিক সরকার দরকার। নির্বাচন দিয়ে দেশের উন্নয়নের কাজে জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।