প্রধান উপদেষ্টার সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবলাররা

প্রধান উপদেষ্টার সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবলাররা

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাফ স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা ইতোমধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এ বিজয়কে বিরাট অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।

সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছো।’

সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। টানা দ্বিতীয়বারের মতো এ শিরোপা জেতায় নারী দলকে বড় অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।