সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত জানতে চালু হচ্ছে ওয়েবসাইট

সংবিধান সংস্কারের বিষয়ে সাধারণ নাগরিকদের মতামত ও প্রস্তাবনা জানতে একটি ওয়েবসাইট চালু করতে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্কার কমিশন। মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এই ওয়েবসাইট কার্যকর হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

রবিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংস্কারের সুপারিশ তৈরির জন্য বিভিন্ন অংশীজনদের মতামত ও প্রস্তাব গ্রহণ করা হবে।

পাশাপাশি কমিশন সাধারণ নাগরিকদের মতামত ও প্রস্তাব ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করবে।’

তিনি জানান, আগামী মঙ্গলবার থেকে এই ওয়েবসাইট কার্যকর হবে, প্রেস রিলিজের মাধ্যমে সেই ঠিকানা জানানো হবে। বিষয়টি ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি বিশেষভাবে অনুরোধও করেন তিনি।

সংবাদ সম্মেলন চলাকালে অন্তর্বর্তী সরকার নতুন সংবিধান কার্যকর করবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য মাহফুজ আলম।

তিনি বলেন, ‘কমিশনের প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার। তাদের পরামর্শের ভিত্তিতে সুপারিশ কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। আর সেটা বর্তমান সরকারই কার্যকর করবে।’