হজযাত্রীদের জন্য ‘সুখবর’, বিমান টিকিটের আবগারি শুল্কে ছাড়

হজযাত্রীদের জন্য ‘সুখবর’, বিমান টিকিটের আবগারি শুল্কে ছাড়

আগামী বছরের হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর।

এই আদেশের ফলে হজযাত্রীদের খরচ কিছুটা কমবে বলে মনে করছে এনবিআর। সংস্থাটির আদেশে বলা হয়, হজের ব্যয়ের একটি বড় অংশ বিমান ভাড়া। টিকিটের ওপর প্রযোজ্য শুল্ক, ফি ও মূসক হ্রাস বা অব্যাহতি দেওয়ায় হজ পালন সাশ্রয়ী হবে। তবে এসব পদক্ষেপে হজযাত্রীদের কত টাকা সাশ্রয় হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর যাওয়া-আসা মিলিয়ে প্রায় চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। সংশ্লিষ্টদের ধারণা, সব মিলিয়ে হজযাত্রীদের ৫-৬ হাজার টাকা সাশ্রয় হতে পারে।

এর আগে গত বুধবার হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে আবাসন) ৪ লাখ ৭৮,২৪২ টাকা খরচ হবে। অপর প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে আবাসন) খরচ হবে ৫ লাখ ৭৫,৬৮০ টাকা। বেসরকারিভাবে সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩,১৫৬ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।