প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, মহাখালী ফ্লাইওভারের কাকলীমুখী লেনে প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টগুলোর প্রতিস্থাপন কাজ চলমান থাকায় আগামী ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখি যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

তিনি আরো জানান, ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখি যানবাহনও ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করবে।

গুলশান ট্রাফিক বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাখালী ফ্লাইওভার এর এক্সপেনশন জয়েন্টসমূহের প্রতিস্থাপন কাজের জন্য উল্লিখিত সময়ে যানবাহনকে নির্দিষ্ট পথ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

নগরবাসীকে কার্যকরীভাবে চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে এবং যাত্রীদের আরো তথ্য ও সহযোগিতার জন্য গুলশান ট্রাফিক বিভাগ প্রস্তুত রয়েছে।