সাবেক আইনমন্ত্রীর ‘বান্ধবী’র অর্থপাচারের অনুসন্ধান শুরু
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকা করিমের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অনুসন্ধান শুরু করেছে পুলিশের তদন্ত সংস্থা সিআইডি।
বুধবার (৬ নভেম্বর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারী সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। যিনি আইন পেশার সূত্রে সাবেক আইনমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।
তৌফিকা করিম সাবেক মন্ত্রীর মদদ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সিন্ডিকেট ও লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলেও জানানো হয় এতে।
সিআইডি জানিয়েছে, তৌফিকা করিম ২০১৪ সাল থেকে বিভিন্ন জেলা ও মহানগরীর অধস্তন আদালতে খাতা পরিবর্তন, জালিয়াতি, পরীক্ষা না দিয়েও চাকরি প্রদানসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের কাছ থেকে টাকা নিয়ে তাদের জামিনসহ মামলার রায় পরিবর্তন করতে ভূমিকা পালন করতেন। যে কারণে মিজ করিমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অনুসন্ধান শুরু করা হয়েছে বলেও জানিয়েছে সিআইডি।