বন্যার ‘সুরের ধারার’ বরাদ্দ বাতিল

অবশেষে রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যার মালিকানাধীন ‘সুরের ধারা’র নামে বরাদ্দকৃত জমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার প্রজ্ঞাপনে এটি বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ ৬৯২ নম্বর দাগের মোট ০.৫১২০ একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় সুরের ধারার সঙ্গে বন্দোবস্ত বাতিল করা হলো।

এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণপূর্বক ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করার জন্যও অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে চলতি বছরের মাঝামাঝি ‘খাল দখল করে রেজওয়ানা চৌধুরির সুরের ধারা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দ্য মিরর এশিয়া।

সংবাদ প্রকাশের পর হাসিনা সরকারঘেঁষা বিভিন্ন মহল থেকে দ্য মিরর এশিয়াকে চাপ দেওয়া হয়। তবে এ সংক্রান্ত খবর প্রকাশ অব্যাহত রাখে দ্য মিরর এশিয়া। শেখ হাসিনার আস্থাভাজন স্থপতি ইকবাল হাবীব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দীনের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউল্যাবসহ অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করে দ্য মিরর এশিয়া।
 
সরকারি সূত্রগুলো বলছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অর্ন্তবর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে পরিবেশ-প্রতিবেশ রক্ষার প্রতি বিশেষভাবে নজর দিয়েছে। যে কারণে রাজধানীর আরো যারা অবৈধভাবে খাল ভরাট কিংবা জায়গা দখল করে স্থাপনা করেছেন সেগুলোর ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত আসতে পারে।