জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে মশাল মিছিল
সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
শুক্রবার সন্ধ্যায় আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়, যা পল্টন মোড়, প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংকির মোড় ঘুরে আল রাজীর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, আসিফ নজরুলের সফরসূচি ও ফ্লাইটের তথ্য সন্ত্রাসীরা কীভাবে জানলো, সেটি একটি বড় প্রশ্ন। বাংলাদেশ মিশনে ফ্যাসিবাদের দোসররা এর সঙ্গে জড়িত।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, গুম, খুন ও হত্যাকাণ্ডের পরেও তাদের আক্রমণাত্মক আচরণই প্রমাণ করে তাদের অনুশোচনা নেই। আমাদের দাবি, তাদের বিরুদ্ধে বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মশাল মিছিলে আরো বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুব অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান শুভ, উত্তরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আপেল প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান।