জাবিতে ইনস্টিটিউটের নাম থেকে ’বঙ্গবন্ধু’ বাতিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট থেকে অবশেষে বাদ দেয়া হলো ’বঙ্গবন্ধুর’ নাম।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।