নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে আবারও ফেরি বন্ধ

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে আবারও ফেরি বন্ধ

নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে আরিচা এপ্রোচ চ্যানেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। চলতি নভেম্বর মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হলো।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্ত নিয়েছে।

ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় আরিচা-কাজিরহাট নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরি ঘাটটি। দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। নাব্য সংকটের কারণে ১ নভেম্বর সাড়ে ৩৭ ঘণ্টা এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো।

এরপর গত ৮ নভেম্বর রাত ১১টার দিকে ১৪ কিলোমিটার এই নৌপথের আরিচা চ্যানেলে ডুবো চরের কারণে এই নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ৬১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।