অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিলাষ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাস নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য আমাদের সহযোগীতা করতে আগ্রহী। তারা জানতে চেয়েছেন কিভাবে আমাদের সহায়তা করতে পারেন। আমিও তাদের খুব পরিস্কারভাবে জানিয়েছি, আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমরা একটি সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দিয়ে সরে যেতে চাই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় সহযোগিতা করেছে মন্ত্রণালয়। এখন সেখানে যাওয়াটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।
এছাড়া যুক্তরাজ্যে পাচার করা অর্থ ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।