থাইল্যান্ড নেয়া হলো ছাত্র আন্দোলনে আহত কাজলকে

থাইল্যান্ড নেয়া হলো ছাত্র আন্দোলনে আহত কাজলকে

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. কাজল মিঞাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। 

রোববার রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বিমানবন্দরে উপস্থিত হয়ে কাজলকে বিদায় জানান।

মো. কাজল মিঞা, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং তিন মাস চিকিৎসার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও বাঁ হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। তার রোবটিক ফিজিওথেরাপি প্রয়োজন, যা দেশের ভিতরে সম্ভব নয় এজন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।