টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার
কক্সবাজারের টেকনাফে চারটি রকেট ও চারটি পিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে উপজেলা সাবারাং উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র্যাব। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি জানান, শুক্রবার ভোরে উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী অত্যাধুনিক অস্ত্রের একটি চালান বিক্রির উদ্দেশ্যে লেনদেনের জন্য অবস্থান করার খবর পাওয়া যায়। পরে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দু-তিন জন দৌড়ে পালানোর চেষ্টা চালায়।
এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
শুক্রবার দুপুরে সাবরাংয়ে সেনাবাহিনীর গ্রেনেড ফায়ারিং রেঞ্জে বোম্ব ডিসপোজাল বিশেষজ্ঞ একটি দল অস্ত্রগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।