সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক প্রধান বিচারপতি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

রুহুল আমিন দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, রেওয়াজ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম রবিবার স্থগিত থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলছে।

সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের প্রাঙ্গণে যোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।