সন্ত্রাসী ছাত্রলীগের পুনর্বাসনের জন্যই অপপ্রচার চলছে : আরিফ সোহেল

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সভায় ‘হামলার’ ঘটনাকে সংঘর্ষ হিসেবে দেখানোর সমালোচনা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল।

তিনি বলেছেন, ‘ছাত্রলীগের পতিত সন্ত্রাসীদের হামলাকে দেখানো হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ হিসেবে।’

রবিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আরিফ সোহেল বলেন, ‘আবার এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে প্রতিষ্ঠিত করছে কিছু কুচক্রী ক্ষমতালোভী মহল। ফলাফল: সন্ত্রাসী ছাত্রলীগের পুনর্বাসন ও ক্ষমতায়ন।’

তিনি এও বলেন, ‘এই চতুর্মুখী ষড়যন্ত্রজাল আমরা ভাঙব। অশুভ শক্তি ও তাদের সাথে আঁতাতকারীদের অবিলম্বে তদন্তপূর্বক বিচারের মুখোমুখি করতে হবে।’

এর আগে, শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার গভ. মডেল গার্লস হাই স্কুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বলে খবর বের হয়।