চিন্ময়ের জামিন শুনানি পেছাল

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

২৬ নভেম্বর করা রাষ্ট্রদ্রোহের এ মামলায় জামিন নাকচ করে চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। টানা কয়েক ঘণ্টার বিক্ষোভ ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়।

পরে আদালত চত্ত্বরে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে বিক্ষোভকারীরা। একপর্যায়ে আদালতের আইনজীবী ও কর্মচারীরা মিলে বিক্ষোভকারীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলাসহ মোট ৫টি মামলা হয়েছে। এরপর বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

মঙ্গলবার চিন্ময়ের জামিন শুনানি উপলক্ষে আদালত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

চিন্ময়কে হত্যা মামলায় আসামি না করায় এবং নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে এদিন আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্যরা।